কলকাতার বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী পাওলি দাম। ক্যারিয়ারে টলিউড থেকে বলিউডে নানা মাত্রিক চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, এক বছর আগে একটি সিনেমার জন্য আমি ১৮ কেজি ওজন বাড়িয়েছি। যদিও সেই সিনেমাটা হয়নি। কিন্তু ওজনটা বেড়ে গেছে। তবে ওই জার্নিটাতে আমি রিয়েলাইজ় করলাম গত ১৫ থেকে ১৮ বছর আমি যে খাবারগুলো খাইনি, সেই ফুড হ্যাবিটটা বদলেছে। এক বছর আগের ডায়েটটা মারাত্বক স্ট্রিক্ট ছিল। এখন মনে হয় নিজের ওপর এতটা চাপ না দিলেও চলবে। সুস্থ থাকার জন্য বুঝে খাওয়াটা যথেষ্ট।
Leave a Reply