মিঠাপুকুর প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দাদা কতৃক নাতনি বউ’কে ধর্ষণের শিকারের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ঐ নারী নিজে বাদি হয়ে আজ সোমবার (১২ মে) মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার ৮ নং চেংমারী ইউনিয়ন এর রামেশ্বাপুর মুন্সিপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে যানা যায়, ধর্ষণের শিকার ঐ নারী তার বিবাহের পর থেকে তার স্বামীর সাথে তার পিতার বাড়িতে বসবাস করেন। অভিযুক্ত শফিউল ইসলাম (৫০) দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন কুপ্রস্তাব ও ইঙ্গিত দিয়ে আসছিলেন। সম্পর্কের খাতিরে বিষয়টি প্রথমে গুরুত্ব দেননি। ঘটনার দিন, গত ১০ মে ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে ছদ্দ নাম (মিনা) কাপড় শুকাতে গেলে মোস্তফা মিয়ার পরিত্যক্ত বাড়ির পাশে যান। কাপড় শুকাতে দেওয়ার সময় শফিউল ইসলাম পেছন থেকে এসে তাকে জোরপূর্বক ধরে মোস্তফা মিয়ার পরিত্যক্ত বাড়ির পূর্ব দুয়ারী ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে ঘরের মেঝেতে ফেলে তার পরনের পায়জামা খুলে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ধর্ষেণ শিকার ভুক্তোভুগী ছদ্দনাম (মিনা) চিৎকার চেচা-মেচি করলে শফিউল তার মুখ চেপে ধরার চেষ্টা করেন। চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ভুক্তভোগীর মা জানান, প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
স্হানীয় সুএে জানা যায়, এই ঘটনায় এলাকায় থমথমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী, যাতে করে দ্বিতীয় কেউ আর এ কাজ করতে সাহস না পায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে, এবং ধর্ষকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
Leave a Reply