মোঃ সুলতান মারজান
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:-
রংপুরের মিঠাপুকুরে আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮ ঘটিকার সময় ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
রংপুরগামী একটি মোটরসাইকেলের সাথে স্থানীয় এক পথচারীর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মোতালেব হোসেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাখারগন্জ এলাকার বাসিন্দা এবং তিনি আশরাফ উদ্দিনের ছেলে।
এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বলদিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটির সঙ্গে স্থানীয় এক পথচারীর মুখোমুখি সংঘর্ষ হয় । এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল আরোহী রাস্তার পার্শ্বে থাকা ডিভাইডারের সাথে সংঘর্ষ হয় ।
পথচারীর সাথে সংঘর্ষের পর মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা সচল করে দেই। এ ঘটনায় মামলার কাজ চলমান রয়েছে।
Leave a Reply