মিঠাপুকুর প্রতিনিধি:
মিঠাপুকুরে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন,ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ অভিযানে নেতৃত্ব দেন ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড ‘এর ৩৪ ইষ্ট বেঙ্গল পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার।
সোমবার (১২-মে) রাত আনুমানিক ১টার সময় অভিযান চালিয়ে আইয়ুব আলী (৪৫) নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতার আইয়ুব আলী মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের মৃত- ভোলা মোল্লার ছেলে বলে জানা গিয়েছে।
পীরগন্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার, ১৩-মে (সোমবার) সংবাদ মাধ্যম পাঠানো এক বিবৃতিতে জানান,মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ ইউনিয়নের দমদমা বাজার সংলগ্ন পলাশবাড়ী গ্রামের মাদক সম্রাট আইয়ুব আলী দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি মাদক দ্রব্য সরবরাহ করতেন। তাঁকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে তৎপর ছিলেন। কিন্তু তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাহিরে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সেনাসদস্যদের একটি চৌকস টিম পুলিশের সহায়তায় আইয়ুব আলীকে আটক করতে সক্ষম হয়। রাতভর অভিযানে তাঁকে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন,৪০ পিছ ইয়াবা সহ আটক করে ভোরে মিঠাপুকুর থানায় সোপর্দ করেন।পীরগন্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার বলেন, মাদক,সন্ত্রাস,গুম-খুন সহ অপরাধ দমনে যৌথবাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, আইয়ুব আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply