1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
গজারিয়া সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিক গুরুতর আহত ওসমান গনি - দৈনিক প্রত্যাশা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

গজারিয়া সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিক গুরুতর আহত ওসমান গনি

  • প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৮ বার শেয়ার হয়েছে

মুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়ায় উপজেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস ও প্রাইভেটকার সংঘর্ষে পাকিস্তানি নাগরিক আসিফ খাঁন(৪৫) নামে এক প্রাইভেট কারের আরোহী গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী সড়কে আনন্দ মেলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির।

তিনি জানান, বুধবার দুপুরে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪২-৫৩৬১) বাউশিয়া এলাকা অতিক্রম করার সময় ব্রেক ফেল করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একই মুখী একটি অজ্ঞাত গাড়ীর পিছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে প্রাইভেটকারের চালক অক্ষত থাকলেও গুরুতর আহত হন প্রাইভেটকারে আরোহী পাকিস্তানি নাগরিক। পুলিশ ঘটনার স্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাকিস্তানি নাগরিকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি