রুবেল ইসলাম, মিঠাপুকুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০ ধারা মোতাবেক মামলার ১২ বছরের সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোত্তালেবকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
রবিবার(৩১শে মার্চ) রাত এক টায় উপজেলার লতিবপুর ইউনিয়নের হাজীর মোড় নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোত্তালেব ওই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরআলম সরকারের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই শহীদুল্লাহ কায়সার সহ তাকে গ্রেফতার করেন। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান-আসামী মোত্তালেব এর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০ ধারা মামলার ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড দেয় বিজ্ঞ আদালত । সে উল্লেখিত মামলার একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
Leave a Reply