সুজন কুমার রায়
নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জীপের চালকসহ আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। একই সাথে জীপটিও জব্দ করা হয়েছে।
বান্দরবান জেলা পুলিশের সূত্র জানায়, ৭ এপ্রিল রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে থানচি সদরের টিএন্ডটি পাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের জীপ (ঢাকা মেট্রো-ন-১১-৩০০৭) জব্দ করা হয়। সেখান থেকে জীপটির ড্রাইভার কফিল উদ্দিন সাগরকে (২৮) আটক করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এরপর ৭ এপ্রিল রাত ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইচা চেক পোস্ট এলাকা থেকে রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়ার বাসিন্দা ভাননুন নুয়াম বম, থানচি উপজেলার সিমত্লাংপি পাড়ার বাসিন্দা জেমিনিউ বম ও আমে লনচেও বমকে আটক করা হয়েছে। তারা থানচির ব্যাংক ডাকাতি মামলার আসামী। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে জানায় পুলিশ।
Leave a Reply