মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় কুমরগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন(১৯৬৩-বর্তমান) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কুমরগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আয়োজন করেন।
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন প্রথম প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে শাহাজাদা মন্ডল,শামীম মিয়া ও রবিউল ইসলাম লিটনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লেবু, মিঠাপুকুরের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান,শ্যামপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও কুমরগঞ্জ বায়তুন নুর জামে মসজিদের সভাপতি আব্দুস সালাম, জায়গীর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক আব্দুল ওহাব, কুমরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমানের বাবা মাহমুদুর রহমান ও মেয়রের চাচা মোসলেম উদ্দিন, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনিচুর রহমান আনিস, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোতাহার হোসেন মন্ডল মাওলা, কুমরগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহরুল ইসলাম মাসুদ সহ প্রমুখ।
প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় অনলাইন ও অফলাইনে প্রচার ও প্রচারণার মাধ্যমে বিভিন্ন কর্মস্থল থেকে শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
Leave a Reply