রতন রায় অর্ঘ্যঃ স্টাফ রিপোর্টার
“নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, একতা আলোর দিশারী পাঠাগার উদ্যোগে মাদকবিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় একতা বাজার, কালুয়া, ছিনাই ইউনিয়ন রাজারহাট, কুড়িগ্রাম। তারিখ: ২২ এপ্রিল ২০২৪ ইং রোজ-সোমবার।
এ সময় কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু মহোদয়ের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব উত্তম কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম ওয়াহেদুন্নবী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি- উপজেলা সমবায় কর্মকর্তা শাহআলম সরকার,
মোঃ সাদেকুল হক নুরু,চেয়ারম্যান ছিনাই ইউনিয়ন পরিষদ, রাজারহাট, কুড়িগ্রাম।
উক্ত অনুষ্টানটি সঞ্চালনা করেন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুড়িগ্রাম জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি এম রশিদ আলী।
কুড়িগ্রাম জেলার বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর স্বেচ্ছাসেবকবৃন্দগণ উপস্থিত ছিলেন ।
মাদক মুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতার বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
প্রধান অতিথি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাই ক্রীড়া বিনোদন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুবদের সম্পৃক্ত করা বর্তমান সময়ে খুব প্রয়োজন।
Leave a Reply