স্টাফ রিপোর্টারঃ
রংপুর শহরের লালবাগ বাজারে রোগ আক্রান্ত ও মৃত মুরগীর বিক্রয় করা দায়ে ভ্রম্যমান অভিযান পরিচালনা করেন, সেমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,রংপুর বিভাগীয় কার্যালয় ,রংপুর ।
এ সময় মুরগীর বিক্রয় কেন্দ্র রাইদুল পোল্ট্রি হাউসে রোগ আক্রান্ত ও মৃত্যু মুরগী বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় , রংপুর।
অভিযান পরিচালনার সময় মুরগীর দোকানে দেখা যায় রোগ আক্রান্ত শত শত জবাই করা মুরগী, রোগ আক্রান্ত মুরগী ও মৃত্যু মুরগী৷
রংপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অধিনে মৃত্যু মুরগীর পোস্ট মার্টাম ও বিভিন্ন ধরনের লক্ষণ দেখে রোগ সনাক্ত করা মুরগী গুলো রানীক্ষেত রোগে আক্রান্ত ছিল।
উক্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব আজহারুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃবোরহান উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপস্থিত ছিলেন ডা: মো: রহমত আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রংপুর সদর, রংপুর।
Leave a Reply