ষ্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদে রাতে মাছ ধরতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম ঝন্টু মিয়া (৪০)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিলবাড়ি এলাকার শামছুল হক এর ছেলে।
৯জুন ২০২৪ইং রবিবার দিবাগত মধ্যে রাতে দুধকুমার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।
মৃতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান,
গত রাত ১২টার দিকে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় ঝন্টু মিয়া বাড়ির পাশে দুধকুমার নদে মাছ ধরতে যান। রাত শেষেও বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে নদীর ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পরিবারের ধারণা রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিনের মুঠোফনে যোগাযোগ করাহলে তিনি জানান, আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে কেউ কিছু জানায়নি।
Leave a Reply