কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুবজান(৪৯) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নের নীলামখলিদা সর্দা গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মধুপুর ইউনিয়নের নীলামখলিদা সর্দা গ্রামের আবেদ আলীর স্ত্রী সুবজান বেগম মঙ্গলবার বিকেলে বাসার কাজ করতে গিয়ে নিজ ঘড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু হয়েছে।
কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, নীলামখলিদা সর্দা গ্রামে বাসার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধু মারা গেছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply