আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম ওসমানী হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের ৭৫ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, র্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত।
সকাল ১০টায় আওয়ামীলীগ নেতা নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুঁথি,
বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শাহজাহান কবির, আমতলী পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ নাজমুল হাসান নান্নু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জিএম মুছা, আমতলী সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডঃ নুরুল ইসলাম মিয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডঃ বাহাদুর শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, সাবেক অধ্যাপক জালাল আহম্মেদ, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা হারুর অর রশিদ মোলা, বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম মেম্বার, সাবেক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ মতিন খান, পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েল মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, চার জাতীয় নেতাসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply