রতন রায় : কুড়িগ্রাম থেকে স্টাফ করেসপন্ডেন্ট
কুড়িগ্রামে বর্ণাঢ্য নাম সংকীর্তন মাধ্যমে রথ যাত্রার মহোৎসব- শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে গত ৭-জুলাই-২০২৪।( ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ)আয়োজক : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, ইসকন পলাশবাড়ী কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম।
সনাতন ধর্মাবলম্বী মানুষদের বিপুল সংখ্যক সনাতনী মানুষ এতে অংশগ্রহণ করে। এটি কুড়িগ্রাম জেলার কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন পলাশবাড়ী সদর, কুড়িগ্রাম মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
প্রতিবছরের ন্যায় জগন্নাথ দেবের এই রথযাত্রা কুড়িগ্রাম জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে, এই রথ যাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় সংগঠন যেমন : পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতন সেবক সংঘ, সনাতনী উন্নয়ন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখাসহ স্বেচ্ছাসেবক সংগঠনগুলো এসময় একাত্মতা ঘোষণা করে নিজ নিজ ব্যানারে এসে সবাই মিলিত হয়ে এই জগন্নাথ দেবের রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেন।
রথযাত্রা দেখতে আশা প্রচুর দর্শনার্থী এ সময় দেখা মেলে এবং অনেকেই প্রভু জগন্নাথের রশি টেনে নিয়ে নিজেকে আত্মশুদ্ধির অনুভব করে, অনেকেই আবার ছবি তোলার জন্য অন্য ধর্মেরও প্রচুর লোক দেখা যায়। শান্তিপূর্ণভাবে রথযাত্রাটি শেষ হয়। আয়োজকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সকলকে ধন্যবাদ জানান।
Leave a Reply