1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
রংপুরে হারাটি বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

রংপুরে হারাটি বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার শেয়ার হয়েছে

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুরে হারাটি বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।

রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারি স্থানীয় লোকজন ও অভিভাবকরা বলেন, হেড মাস্টার আতাউর রহমান  একজন পুতুল। সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি কুতুবে রব্বানী রাব্বি নিয়োগ বানিজ্য করে প্রায় অর্ধকোটি টাকা ভাগাভাগি করে নিয়েছে। স্কুলের সামান্য কোন দৃশ্যমান উন্নয়ন করেনি। বরং স্কুলের জায়গা অবৈধ ভাবে বিক্রি করে সে টাকাও আত্মসাৎ করেছে। স্কুল ঘরকে গোয়াল ঘরে পরিণত করেছে। খেলার মাঠ সামান্য পানিতে হাটুগাড়া কাঁদা। বক্তারা আরও বলেন, ম্যানেজিং কমিটি স্কুলটাকে জিম্মি করে রেখেছে। অনেক ছাত্র ছাত্রীর উপবৃত্তির টাকা না দিয়ে ভিন্ন কৌশলে হাতিয়ে নেয়। এ ব্যপারে প্রধান শিক্ষক জানান, নিয়োগ বানিজ্য ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নাই, সগাপতি এর জন্য দায়ী। একই সুর মিলিয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক রবিউল বলেন, আমার দিকে আঙুল দেখিয়ে দিতে পারে। কিন্তু আমি তেমন নই। ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক স্যার সব ব্যাপার জানেন। স্থানীয় আর একটা সুত্র জানায়, সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক পরিবারে সব দলের নেতাকর্মী আছে। ওরা আদর্শহীন। যখন যে দল আসে তখন সেই দলের নেতা ঢাল হিসেবে কাজ করে কুকর্ম করে থাকে। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে নাজহাল করে। স্থানীয় কাউন্সিলর মোখলেছুর রহমান তরু বলেন, এগুলো আওয়ামী লীগ এর প্রভাবে করে আসতো। এখন আওয়ামী লীগ পালিয়েছে। এদের ভাগাতে হবে। লেখাপড়ার পরিবেশ ও মান উন্নয়ন করে অতীতের গ্লানি মুছে সামনে বাড়িয়ে নিতে হবে। তাই অভিভাবকরা আজ জেগেছে। দুর্নীতিবাজদের আইন আমলে নিয়ে বিচার করার দাবিও জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি