সুজন কুমার রায়
কুুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার ২৬ আগষ্ট ২০২৪ খ্রিঃ সকাল ১১ ঘটিকার সময় কুুড়িগ্রাম সদর উপজেলার কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ ও ইসকন কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায়
সনাতন ধর্মে আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ–উৎসবের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট কুুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, পুলিশ সুপার কুড়িগ্রাম।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সন্মানিত ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন,
”রবি বোস ”সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
এস, এম ছানালাল বকশি, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কুুড়িগ্রাম জেলা শাখা।
‘দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুুড়িগ্রাম জেলা শাখা।
”তপ গৌড় কৃষ্ণ দাস, অধ্যক্ষ, ইসকন কুড়িগ্রাম।
জনাব মেঘলা চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুড়িগ্রাম।
এছাড়া ও কুুড়িগ্রাম জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক / শিক্ষিকা উপস্থিত ছিলেন।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মালম্বীরা দেশ,জাতি ও মানবের মঙ্গল কামনায় শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কুড়িগ্রাম শাপলাচত্তর হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে আবার কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমন্দিরে গিয়ে শেষ হয়। ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply