1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপরে, আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ । - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপরে, আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ ।

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার শেয়ার হয়েছে

 

সুজন কুমার রায়
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের তিস্তা নদীর অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গত দু’দিনের লাগাতার বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে আজ রোববার কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৩১ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হয়।
আকষ্মিক বন্যা দেখা দেয়ায় তিস্তা নদীর অববাহিকার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা, উলিপুর উপজেলার থেতরাই, দলদলিয়া এবং চিলমারী উপজেলার বজরা ইউনিয়নের নিম্ন অঞ্চলের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বাংলাদেশ পোষ্টকে জানান- তিস্তা নদীর গভীরতা কম থাকায় সামান্য বৃষ্টিপাতেই সেখানে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০০০ হাজার পরিবার। একই সময় কুড়িগ্রামের প্রধান নদ-নদী ব্রহ্মপুত্র, ধরলা ও দুধ কুমার নদীর পানি বদ্ধি পেলেও ঐসব নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেনি।
তিনি আরো বলেন- আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত কুড়িগ্রামের তিস্তা সহ অন্যান্য নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সুত্র জানিয়েছে- প্রতিটি উপজেলার ত্রাণ ভান্ডারে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি