রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কর্তৃক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগের তিস্তা অববাহিকায় ১২টি উপজেলায় একযোগে এ স্মারকলিপি প্রদানের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। বুধবার ২ অক্টোবর দুপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রাজারহাট উপজেলা আহ্বায়ক সাজু সরকার স্বাক্ষরিত স্মারকলিপি রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের নিকট প্রদান করেন সংগঠনের নেতারা। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তিস্তা পাড়ের মানুষদের তিস্তার কষাঘাত থেকে মুক্তির উপায় হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব আলোচনা করেন।
তারা বলেন ২৪০ বছর বয়সী নদী তিস্তার জন্মলগ্ন থেকে আজ অবধি কোন খনন ও পরিচর্যা করা হয়নি। ২০১৪ সালে জাতিসংঘ কর্তৃক নদী আইন প্রণীত হয়েছে। আইন অনুযায়ী ভারত তিস্তা নদীর পানি একতরফা প্রত্যাহার করতে পারে না। খরাকালে তিস্তার উজানে যতোটুকুই পানি থাক তার ন্যায্য হিস্যাটাও আমাদের প্রয়োজন। আর তিস্তা খননের মাধ্যমে জলাধার নির্মাণ করে হারানো নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এইচএম জাহেরুল ইসলাম, সাংবাদিক আইয়ুব আলী আনসারী, জাপা নেতা আব্দুল ওয়াহেদ সরকার, সাংবাদিক রতন রায়, রেজাউল করিম, আলমগীর হোসেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মোশাররফ হোসেন সহ ভুক্তভোগী বাসিন্দারা অংশগ্রহণ করেন।
Leave a Reply