1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ। - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার শেয়ার হয়েছে

 

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের পক্ষে রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস শীতার্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে রেঞ্জ কমান্ডার বলেন, “এটা বিজয়ের মাস, এমাসেই দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, সেখানে আনসার বাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে উক্ত পরিস্থিতি অত্যন্ত সূচারুরুপে সামাল দিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ বাহিনীর কার্যক্রম বিস্তৃত। যা দেশের ৬১ লক্ষ সদস্য-সদস্যা নয় বরং ৬১ লক্ষ পরিবারের এক বিশাল জনসংখ্যা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় এবং দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং এ লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।” শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজুর রহমান, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০জন শীতার্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি