1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে এই প্রথম কুড়িগ্রামে ৭০০ কন্ঠে গীতাপাঠ এবং ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে এই প্রথম কুড়িগ্রামে ৭০০ কন্ঠে গীতাপাঠ এবং ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার শেয়ার হয়েছে

 

সুজন কুমার রায়
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় উমর মজিদ ইউনিয়ন ফেডারেশন বাজার সংলগ্ন, আগামী ০২ জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার ৭০০ কন্ঠে গীতাপাঠ এবং ০৩ থেকে ০৪ জানুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। গীতাযজ্ঞ পরিচালনা করবেন, দীক্ষাচার্য শ্রী পঞ্চজ ভাদোর, সপ্ততীর্থ, রাজারহাট, কুড়িগ্রাম। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করবেন, শ্রীযুক্ত বাবু পুনিল স্বর্নকার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, মহিষমুড়ি, উলিপুর, কুড়িগ্রাম। সার্বিক তত্বাবধানে, শ্রীযুক্ত বাবু রঘুনাথ বর্মণ (মন্টু), সমাজ সেবক বালাকান্দি, রাজারহাট, কুড়িগ্রাম।
যজ্ঞ সংকল্প ও ভক্তের পদরেণু কামনায়, শ্রীযুক্ত বাবু ধনেশ্বর চন্দ্র বর্মণ। মহানাম যজ্ঞ পরিচালনায়, শ্রীযুক্ত বাবু তরুণী কান্ত বর্মণ (মনভোলা)। সার্বিক সহযোগিতা জনাব মো: আহ্সানুল কবির (আদিল)
চেয়ারম্যান, উমর মজিদ ইউনিয়ন পরিষদ, রাজারহাট, কুড়িগ্রাম। গীতাপাঠ ও মহানাম যজ্ঞ অনুষ্ঠানের সাধারণত সম্পাদক, শ্রী গৌরাঙ্গ চন্দ্র ( জীবন) বলেন সার্বিক নিরাপত্তা ও সিসি টিভি ক্যামেরার আওতায় উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হবে। ০৩ দিন গীতা যজ্ঞ ও ১৬ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্টান চলাকালিন সময়ে আগত ভক্ত বৃন্দের মাঝে মহা প্রসাদের ব্যাবস্হা করা হয়েছে এবং দুরদুরান্তর থেকে আসা ভক্ত বৃন্দের রাত্রি যাপনের ব্যাবস্হা করা হয়েছে। উক্ত গীতাপাঠ ও গীতা যজ্ঞানুষ্ঠানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি