1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
মিঠাপুকুরে আমবাগান গুলো ভরে গেছে মুকুলে মুকুলে - দৈনিক প্রত্যাশা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

মিঠাপুকুরে আমবাগান গুলো ভরে গেছে মুকুলে মুকুলে

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৬ বার শেয়ার হয়েছে

 

মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার আম বাগান গুলো ভরে গেছে মুকুলে মুকুলে। সারি সারি আমবাগান থেকে বের হচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ। বাগান গুলোতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। গাছে গাছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা।

মুকুলের ভারে গেছে প্রতিটি আম গাছের মাথা যেন নুয়ে পড়ছে মাটিতে। এর মধ্যে মৌমাছিরা যেন ব্যস্ত মধু আহরনে। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আম চাষীরাও খুশি। সোনালী স্বপ্ন যেন বিভোর মিঠাপুকুর উপজেলার আম চাষী আর বাগান মালিকেরা। এ বছর আবহাওয়া অনুকূল পরিবেশ ভালো থাকলে আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন আম চাষিরা ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে আম চাষ হয়েছিল ১ হাজার ৫ শত হেক্টর জমিতে । এই বছর চলতি আমের মৌসুমে হাড়িভাঙ্গা ১ হাজার ৩ শত হেক্টর, বারি -( ৪) ১ শত হেক্টর ও অন্যান্য ১ শত ২০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ বছর মিঠাপুকুর উপজেলায় ১ হাজর ৫ শত ২০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, মিঠাপুকুর উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা বাইরের দেশেও  বেশ ভাল। চাষিরাও আম বাগান গুলোতে সে লক্ষ্যে কাজ করছেন। আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এ বছর মিঠাপুকুর উপজেলায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা  ছড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে আকাশের বৃষ্টির কারনে যদি মুকুলে কোন রকম কাল দাগ না পড়ে সে ক্ষেত্রে চাষিদেরকে তিনি ছত্রাকনাশক ঔষধ স্প্রে করার পরামর্শ প্রদান করেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি