মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার কাগদী ( সরজেনকান্দা) গ্রামে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রকন শেখের ছেলে নৌফেল শেখ (৪৫) কে প্রতিবেশী সামচেল শেখের ছেলে মিলু শেখ (৪৫) টেঙ্গী কোদাল দিয়ে কপিয়ে গুরুতর আহত করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
৬ ফেব্রুয়ারী নৌফেল শেখ সকালে মাঠে পেঁয়াজের ক্ষেতে কাজ করতে গেলে টাকা পাবে বলে বাকবিতন্ডা করে মিলু শেখের হাতে থাকা টেঙ্গী কোদাল দিয়ে নৌফেল কে কোপ দেয় এবং গলায় কোপ লেগে গুরুতর আহত হয়।
আহত নৌফেল নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয় আহত নৌফেলের ভাই মান্নান মাস্টার বলেন পূর্বে থেকেই আমাদের সাথে জমিজমা নিয়ে মিলু শেখদের বিরোধ চলে আসছে। নৌফেল সকালে পেঁয়াজের ক্ষেতে গেলে মিলু শেখ টেঙ্গী দিযে কোপ দেয় ও তার লোকজন লাঠিপেটা করে।
এবিষয় সালথা থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান।
মিলু শেখ কে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে মিলু শেখ এর স্ত্রী সালমা বেগম বলেন টাকা পায় বলে জগড়া হয়। আমার স্বামী মিলু শেখ নৌফেল কে কুপিয়ে আহত করছে। আমার স্বামী একজন খারাপ লোক।স্হানীয় লোকজন জানান মিলু শেখ গ্রামে এমন ঘটনা অনেক ঘটিয়েছে। রকন শেখের পরিবারের ভয়ে আতংক রয়েছে নৌফেল এর পরিবার সহ অনেকে।
মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
১০ ফেব্রুয়ারী ২০২৪
Leave a Reply