1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
Title : অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা অদূরদর্শিতায় বিবর্ণ চিলাহাটি রেলওয়ে স্টেশন - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

Title : অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা অদূরদর্শিতায় বিবর্ণ চিলাহাটি রেলওয়ে স্টেশন

  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার শেয়ার হয়েছে

তথ্যদাতা: মিল্লাত হোসাইন,রংপুর
অব্যবস্থাপনায় চলছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের পানির পাইপ লাইন  । যে পাইপ লাইন দিয়ে ট্রেনে পানি ঢুকানো হয়  সেই পাইপ লাইনের মধ্যে ৭ টি পাইপ লাইন দিয়ে একাধারে পানি পড়ছে। প্রতি সেকেন্ডে আনুমানিক ২৫০ গ্রাম, মিনিটে ১৫ লিটার, ঘন্টায় ৯০০ লিটার, ২৪ ঘন্টায়  ২১৬০০ লিটার অর্থাৎ সারা দিনে ৫৭০৬ গ্যালন পানি  অপচয় হচ্ছে। এভাবে সার্বক্ষণিক পানি অপচয় হচ্ছে। রেল লাইনের উপর পড়ছে পানি, রেল লাইনের নিছে পানি জমাট বাধার কারণে মাটি নরম হয়ে দেবে যেতে পারে রেল লাইন, ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। অপচয়কৃত পানির পাইপ লাইন গুলো  বন্ধ করার মতো নেই কোনো কর্মচারী । পাইপ লাইনের কর্মচারীরা যেন প্লাটফর্মে অন্ধের মত চলাচল করছে, দেখেও যেন দেখছেনা । আর রেলওয়ে কর্মকর্তা যেন রুমে ঘুমাচ্ছে। রেলওয়ে কতৃপক্ষের নেই কোনো  উদ্দ্যেগ । দ্বায়িত্বের অবহেলায় চলছে এই স্টেশন। অপচয় হচ্ছে হাজার হাজার,লাখ লাখ টাকা, নষ্ট হচ্ছে দেশের সম্পদ। দেশিয় সম্পদ বলে করছে তারা  অবহেলা।
তার পাশেই প্লাটফর্মে বৃষ্টি রক্ষার জন্য বসানো হচ্ছে বড় মোটা লোহার অ্যাঙ্গেল। বেরিগেট ছাড়াই কাজ চলছে, বেরিগেট না থাকার কারনে লোকজন এরিয়ার ভিতরে ঢুকে পড়ছে এবং চলছে অবাধ চলাফেরা । বসানোর জন্য নেই কোনো বড় ক্রেন, চিকন চেইন দিয়ে বসানো হচ্ছে হেবি ওয়েটের লোহার অ্যাঙ্গেল, ভর সইতে না পেরে  চিকন চেইন ছিড়ে যেতে পারে, ঘটতে পারে দুর্ঘটনা, চলে যেতে পারে কয়েকটি প্রান। অসাবধানতা, অব্যবস্থাপনা,  অদূরদর্শিতায় চলছে এই রেলওয়ে স্টেশনের কাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি