1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
ভাইয়ের হাতে ভাই খুন মূল আসামি গ্রেপ্তার - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

ভাইয়ের হাতে ভাই খুন মূল আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার শেয়ার হয়েছে

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার মামলা মূল আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়ন এর অপারেশন অফিসার ও উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। এ হত্যা মামলার মূল আসামি সোহেল মিয়াকে (২১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বাউড়তলা গ্রামের রশিদের ছেলে। অপরদিকে ভুক্তভোগী মিলন মিয়া একই গ্রামের মৃত আবু হানিফ কাজীর ছেলে। বিবরণে প্রকাশ, ভুক্তভোগী মিলনের সাথে তারই মামাতো ভাই আসামি রশিদ ও রশিদের ছেলে সোহেল, মামুনের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে চলতি মাসের দুই ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ভুক্তভোগী নিজেদের জমিতে কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে এজাহারনামীয় এক নম্বর আসামি সোহেল মিয়াসহ অন্যান্য আসামিরা জমিতে এসে চাষ করা শুরু করে। ভুক্তভোগী জমি থেকে চলে যেতে বললে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়েন। মিলন মিয়ার আর্ত-চিৎকারে স্বজনেরা ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যায়। ভুক্তভোগীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার পর থেকে আসামি গা ঢাকা দিয়ে পলাতক থাকেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. সোমা খাতুন (৩২) বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে র‌্যাব-১৪ এর একটি দল ও র‌্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রামের রাঙ্গনিয়া এলাকা অভিযান পরিচালনা করে সোহেল মিয়াকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি