1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র, রাবার বুলেট নিক্ষেপ ইজিবাইক চালকসহ আহত ১০ - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র, রাবার বুলেট নিক্ষেপ ইজিবাইক চালকসহ আহত ১০

  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার শেয়ার হয়েছে

মাসুদ হোসেন খান
মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনভর রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের রাবার বুলেট, কাঁদানেগ্যাস নিক্ষেপ, জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইজিবাইক চালকসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সুত্রে জানা যায়, মাদারীপুর জেলা ছাত্রলীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত রয়েছে। একাংশ শাজাহান খানের অনুসারী এবং অপর অংশ বাহাউদ্দিন নাছিমের অনুসারী।বাহাউদ্দিন নাছিমের অনুসারী সুমন কাজী শাজাহান খানের অনুসারী সজিব সরদারের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মাদরীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেটের আঘাতে সোহাগ তালুকদার নামে ইজিবাইক চালক আহত হয়। আহত ইজিবাইক চালক মাদারীপুর পৌর শহরের লেফটেন্যান্ট ফারুক সড়কের দেলোয়ার তালুকদারের ছেলে।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। এই দুই নেতার মধ্যে দীর্ঘ দিন থেকে রাজনৈতিক বিরোধ চলে আসছে। এর জের ধরেই দুই নেতার অনুসারীরা বিভক্ত। শাজাহান খানের অনুসারী সজিব সরদার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাহাউদ্দিন নাছিমের অনুসারী সুমন কাজী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী, ‘গন্ডগোল করছে সজিব সরদার ও সুমন কাজী। এরা দুইজন দুই গ্রুপের অনুসারী। তাদের কারণে অটোচালক বুলেট বিদ্ধ হয়েছে।’

রাবার বুলেট বিদ্ধ ইজিবাইক চালক সোহাগ তালুকদার বলেন, আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ করে আমার গায়ে গুলি লাগে। তবে এ ব্যাপারে দুই ছাত্রলীগ নেতার সঙ্গে যোগাযোগ করতে মোবাইলে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বার্তা প্রেরক
মাসুদ হোসেন খান
মাদারীপুর
০১৭৯৫৭২৮৩৭২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি