মোঃ সবুজ ভোলা জেলা প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ইলিশা তদন্তকেন্দ্র পুলিশ ফাঁড়িতে,৫ ফেব্রুয়ারি ২০২৩ সালে,ইনচার্জ জনাব মো:গোলাম মোস্তফা যোগদান করার পর থেকে, আকাশের বিজলী চমকানোর মতো দিনে দিনে পরিবর্তন ঘটতে থাকে ইলিশা তদন্তেকেন্দ্রের পুলিশ সদস্যদের মধ্যে।
ইনচার্জ জনাব গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সমাজের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে, এবং মাদকমুক্ত এলাকা গড়ে তোলার জন্য সুনাম এবং সম্মান পাচ্ছে ইলিশা ফাঁড়ির পুলিশ সদস্যরা।
উল্লেখ্য বিষয় হচ্ছে যে
ইলিশা ফাঁড়ির ইনচার্জ জনাব গোলাম মোস্তফা মাদক উদ্ধারে শ্রেষ্ঠ হওয়ায় একাধিকবার পুরস্কার ও সম্মাননা স্মারক পেয়েছেন বলে জানা যায়।
মাদক যেন ভোলাতে প্রবেশ করতে না পারে সেজন্য ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে মাকড়োসার জালের মতো চারদিকে ছড়িয়ে থাকে পুলিশ সদস্যরা। এবং উদ্ধার করতে সক্ষম হয় মাদক।
ইলিশা ফাঁড়ির পুলিশের আতঙ্কে থাকে এলাকার চোর ডাকাত এবং জুয়ারী। অন্যদিকে কয়েকটি খুনের মামলার পলাতক আসামি, ইনচার্জ জনাব মো:গোলাম মোস্তফা সহ আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
পুলিশের এই সাফ্যলতার ও কাজের দক্ষতায়, ইলিশা বাসি আস্থা ফিরে পেয়েছেন ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশে উপর।
এস আই গোলাম মোস্তফা, ইনচার্জ ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র, ভোলা, যেমন মানবিক ও তেমনি আবার আইনশৃঙ্খলা রক্ষায় সাহসী ভূমিকা পালন করেন বলে জানা যায়।
এবিষয়ে ইনচার্জ জনাব মো :গোলাম মোস্তফা বলেন আমি যেই এলাকায় কাজ করি না কেন ওই এলাকাকে মাদকমুক্ত এবং জনগণের স্বার্থে সব সময় কাজ করে যাবো।
Leave a Reply