সৈয়দ তরিকুল ইসলাম মিলন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ( ১২ ফেব্রুয়ারী) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ভোরের ডাকের জেলা প্রতিনিধি, করিম ইসহাককে সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি, সৌমিত্র শীল চন্দনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি : আহসান হাবীব (এনটিভি/ইউএনবি) ও রফিকুল ইসলাম (আমাদের সময়,গোয়ালন্দ প্রতিনিধি ), যুগ্ম সম্পাদক : সুমন বিশ্বাস (চ্যানেল টুয়েন্টিফোর) ও শামিম রেজা (ইনডিপেনডেন্ট টেলিভিশন ), সাংগঠনিক সম্পাদক: ফকীর জাহিদুল ইসলাম রুমন ( সম্পাদক স্থানীয় দৈনিক আমাদের রাজবাড়ী), প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাহাত হোসেন ফারুক (বিবিসি ক্রাইম’ডটকম), অর্থ ও দপ্তর সম্পাদক: রবিউল রবি (রাইজিং বিডি)। কার্যনির্বাহী সদস্য : শফিকুল ইসলাম শামীম(জনকন্ঠ), গণেশ পাল(কালের কন্ঠ,গোয়ালন্দ প্রতিনিধি ), এসএম রাসেল কবীর(এশিয়ান টেলিভিশন, জেলা প্রতিনিধি ), শাহীন রেজা(চ্যানেল এস) ও হাসিনা আক্তার।
এর আগে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাকের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতে ক্লাবের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন। পরে আলোচনা সভা শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে
দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
বার্তা প্রেরক :-
সৈয়দ তরিকুল ইসলাম মিলন,
রাজবাড়ী জেলা প্রতিনিধি।
০১৭১২-৬০২৩১৪
ছবি সংযুক্ত
Leave a Reply