মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
হত দরিদ্র অসহায় সম্বলহীন আব্দুল হাই অভাবের সংসারের দারিদ্রতা ঘোচাতে অটোরিকশা চালান। গত ১৩/০২/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০০.৩৫ ঘটিকার সময় নেত্রকোণা থানাধীন লক্ষীগঞ্জ বাজারে তার অটো রিক্সা রাস্তার পার্শ্বে রেখে আজিজ এর দোকানে চা খেতে যায়। অনুমান ১০ মিঃ পর চা খাওয়া শেষে এসে দেখে অটো রিক্সাটি রাস্তার পাশে নাই। পরে আব্দুল হাই নেত্রকোণা মডেল থানা গিয়ে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলা রুজুর পর উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় এসআই/নজিবুল হকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন তথ্য এবং প্রযুক্তির সহায়তায় নেত্রকোণা পৌরসভার কুরপাড়স্থ “মাজু মীর ফিলিং স্টেশন” এর পেছনে খালি জায়গা হতে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইং-১৩/০২/২০২৪ তারিখ সকাল ১০:১৫ মিঃ অটোরিকশা চোর মোঃ সোহল মিয়া ওরফে শুভ (২৬), পিতা-মৃত মেরাজ আলী, সাং-ইন্দ্রপুর, থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোণাকে অটোরিকশাসহ হাতেনাতে গ্রেফতার করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
Leave a Reply