আব্দুল রাজ্জাক কাজল স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী জামতলা মোড়।এই জামতলা মোড় দিয়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা,কর্মচারী,স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী , ব্যবসায়ী ও জনসাধারণ ও সকল ধরনের ছোট বড় যানবাহন এই জামতলা মোড় দিয়ে অতিক্রম করে প্রতিনিয়ত ও যানবাহনগুলো এই মোড়ে দীর্ঘ সময় অবস্থান নেয়। এই জামতলা মোড়ের নামটি অনেক বড় মনে হলেও বাস্তবে একটি ট্রাকের সমান। কারণ একটি ট্রাক ঢুকলে পাশ দিয়ে তিন চাকার অটো যেতে পারে না এবং এই মোড়ে ট্রাক ঢুকলে ট্রাকটি ঘুরে অন্য রাস্তা দিয়ে বের হয়ে যাবে সেটাও পারে না মোড়ের জায়গাটি সীমিত হওয়ার জন্য। যার কারনে এখানে জ্যাম লেগেই থাকে।ফলে শিক্ষার্থীরাসহ প্রশাসনিক কর্মকর্তার গাড়ি সঠিক সময় সঠিক জায়গায় যেতে পারে না ফলে ব্যাঘাত ঘটে অনেক কাজের।শিক্ষার্থীরা এই মোড় পারাপার হতে অনেক সময় ১০-২০ মিনিট লেগে যায় ফলে সঠিক সময় স্কুল কলেজ মাদ্রাসায় পারে না যেতে অনেক সময় মোড়টি পারাপারের সময় ঘটে যায় কোমলমতি শিশুদের দুর্ঘটনা। কোমলমতি শিশুদের অভিভাবক থাকে দুশ্চিন্তায় এই মোড়টি নিয়ে।
জামতলা মোড়টি প্রশস্ত করে জনসাধারণ সহ শিশুরা যেন ভোগান্তিতে না ভোগে তাই একটি গোল চত্ত্বর ও ওভারব্রিজ নির্মাণের জন্য উপজেলার জনসাধারণ, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক সহ ব্যবসায়ীরা সকলেই এই ঐতিহ্যবাহ জামতলা মোড়টি নিরাপদে যেনো পথচারীরা পারাপার হতে পারে এবং গন্তব্য স্থানে সঠিক সময় যেতে পারে এই উদার্থ আহ্বান রেখেছেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ কে এম মুস্তাফিজুর রহমান মোস্তাক ও ভুরুঙ্গামারী উপজেলার নীতিনির্ধারক দের কাছে।
Leave a Reply