নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসন্ত ও পিঠা উৎসব পালিত হয়েছে। দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বেলা দশটায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, আফাজুর রহমান,প্রভাষক কবিরুল ইসলাম ও হারুনুর রশিদ টিটোসহ শিক্ষার্থীরা।
এছাড়া রহনপুর মহিলা কলেজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। কলেজ চত্বরে অনুষ্ঠিত এই উৎসবে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান। বক্তব্য দেন উপাধ্যক্ষ আসলাম হোসেনসহ অন্যরা। এ সময় শিক্ষার্থীরা অভিভাবকের সহযোগিতার বাড়ি থেকে বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি প্রতিযোগিতায় অংশ নেন।
কাবিরুল ইসলাম
স্টাফ রিপোর্ট
Leave a Reply