মাহাবুব আলম তুষার
মানিকগজ্ঞ প্রতিনিধি
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় শিবালয় উপজেলার বড় ধূলন্ডী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল (২৮) মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার সামছুল হকের ছেলে।অপর আরোহীর নাম এখনও জানা যায় নি।তারা একে অপরের খালাতো ভাই।
স্থানীরা জানান,ঢাকা-আরিচা মহাসড়কের ধূলন্ডী এলাকায় ঢাকাগামী একটি ট্রাক(কুষ্টিয়া ট-১১-১২১৩) এর সাথে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল(মানিকগঞ্জ ল-১১-৮৬৮২) এর সাথে সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘিওর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান,মোটরসাইকেল ও ট্রাক বরংগাইল হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।ট্রাকের ড্রাইভার পলাতক।দুইজন মোটরসাইকেল আরোহী ই একে অপরের খালাতো ভাই। মৃত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপর মৃত ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। রাস্তার যান চলাচল বর্তমানে স্বাভাবিক আছে।
Leave a Reply