মোঃ রাহাত শেখ – রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীতে পরিবহণের সময় অবৈধ সোয়া চার টন পলিথিন ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। একই সাথে দুইজন গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
বুধবার দুপুরে সদর থানায় প্রেস ব্রিফিং করে সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান এ তথ্য জানান।
গত মঙ্গলবার বিকালে জেলা শহরের বড়পুল মোড়ে সদট থানার পুলিশ চেকপোস্ট বসিয়ে সন্দেহ জনক ভাবে এজটি পন্যবাহী ট্রাকে অভিযান চালান। এয়ময় এ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথার সাথে কোন তথ্যের মিল না পেয়ে ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃত বরিশালের বাকেরগঞ্জের বেলাল হোসেন (২৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়।
ওরে ট্রাকের ভাবে তর থেকে সোয়া চার টন অবৈধ পলিইথিলিন পাওয়া যায়। এসময় ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকক গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভাটপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রদান জানান, ২০০২ সালের বলবৎকৃত আইনে পরিবেশের ক্ষতিকারক পলিইথিলিন পরিবহণ, বিপনন নিষিদ্ধ ঘোনা করা হয়। এসময় ট্রাকের ড্রাইভাট ও হেলপারকে আরো জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পলিইথিলিনগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল বলে জানায়। কিন্তু এগুলো কোথা থেকে আনা হয়েছে মালিক কে এবং কোথায় নেওয়া হচ্ছে এর সঠিক তথ্যের কোন মিল না পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা তিনি।
এ বিষয়ে সদর থানায় মামলা করা হয়েছে। আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।
Leave a Reply