1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
কুড়িগ্রামে ‘‘গালর্স লিডারশিপ সামিট-২০২৪’’ এর উদ্বোধন - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

কুড়িগ্রামে ‘‘গালর্স লিডারশিপ সামিট-২০২৪’’ এর উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ বার শেয়ার হয়েছে

 

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
‘নারীদের ক্ষমতায়নের জন্য প্রয়োজন কারিগরি শিক্ষা; সেজন্য প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং প্রয়োজনীয় সহযোগিতা। মেয়েদেরকেও নিতে হবে চ্যালেঞ্জ, এগিয়ে যেতে হবে স্বপ্ন পূরণে। এই লক্ষ্য বাস্তবায়নে কুড়িগ্রামে উদ্বোধন করা হয়েছে ‘গালর্স লিডারশিপ সামিট-২০২৪। নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরওয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এর আর্থিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং সহযোগী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “চাইল্ড, নট ব্রাইড” (সিএনবি) প্রকল্প থেকে কুড়িগ্রামের আরডিআরএস অফিস প্রাঙ্গণে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে দু’দিনব্যাপী গার্লস্ লিডারশিপ সামিট এর উদ্বোধন করা হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথি হিসেবে গার্লস লিডারশিপ সামিট-২০২৪ এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজে প্রত্যেকেই সফলতার গল্প পছন্দ করে এবং শুনতে চায়। আমাদের বিশেষ করে মেয়েদেরকে যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে এবং লেখাপড়া করতে হবে সেই সফলতা অর্জনের জন্য। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির পরিচালক জনাব শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড ইপ্লিমেন্টেশন এর ডিরেক্টর আফরোজ মহল। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অফ সেন্ট্রাল এ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ, আরডিআরএস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মেজবাহুন নাহার। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস। সামিটের মূল উদ্দেশ্য ছিল কন্যাশিশু ও যুব নারীদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান এবং তাদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশ ঘটানো। কুড়িগ্রামের সকল উপজেলার বিশেষ করে চর অঞ্চলের কন্যা শিশু ও যুব নারী যারা নিজেদের বাল্যবিবাহ নিজেরাই বন্ধ করেছেন এবং বাল্যবিবাহ বন্ধে গ্রাম পর্যায়ে সচেতনতা সৃষ্টি করে চলেছেন এমন সাহসী ৭০ জন অংশগ্রহণকারী এই সামিটে অংশগ্রহণ করেন। সামিটে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আগত কন্যা শিশু ও যুব নারীরা তাদের বিভিন্ন চ্যালেঞ্জ, জীবন সংগ্রাম এবং সফলতার গল্প বলেন। এছাড়াও রংপুর বিভাগের সফল নারী উদ্যোক্তাগণ এবং মার্শাল আর্টের পরিচালক তাদের সফলতার কথা তুলে ধরেন যাতে করে তারা অনুপ্রাণিত হয় এবং তাদের ক্ষমতায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন। দু’দিনব্যাপী এই সম্মেলনে জীবন দক্ষতা, যুব নেতৃত্ব, জেন্ডার সমতা, দক্ষতা বিকাশ ও কর্ম সংস্থানের সুযোগ তৈরির কৌশল, স্বপ্ন পূরণের জন্য কীভাবে মেয়েদের এগিয়ে যেতে হবে, মেয়েরা তাদের ক্ষমতায়নের জন্য কোথায় এবং কীভাবে যোগাযোগ করবে এবং অনলাইনে মেয়েদের নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।## ২৮/০২/২৪ইং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি