1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
প্রায় অর্ধ সহস্র ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মাহাবুব গ্রেপ্তার - দৈনিক প্রত্যাশা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

প্রায় অর্ধ সহস্র ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মাহাবুব গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৭৩ বার শেয়ার হয়েছে

মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। রবিবার (৩ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন- ভাঙ্গা উপজেলার দেওরা এলাকার বাসিন্দা প্রয়াত ফজলুল হক মাতুব্বরের ছেলে মাহাবুব মাতুব্বর (৪০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৩/২০২৪ ইং তারিখে ভাংগা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি টিম। এ সময় মাহাবুব মাতুব্বরের দেহ তল্লাশী চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা জব্দ শেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে, সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

মাহাবুব গোপন পেশা হিসাবে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে সক্রিয় ভাবে জড়িত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, মাহাবুবের পরিবারে ১৫/১৬ জন সদস্য থাকলেও, তাদের কারোরই বৈধ উপার্জন নেই। বৈধ উপার্জন ছাড়া কিভাবে তারা সচ্ছলভাবে জীবনযাপন করে? তা ক্ষতিয়ে দেখতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি