1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
ফরিদপুরের নগরকান্দায় রাস্তার কাজে চলছে ঠিকাদারের শুভঙ্করের ফাঁকি - দৈনিক প্রত্যাশা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

ফরিদপুরের নগরকান্দায় রাস্তার কাজে চলছে ঠিকাদারের শুভঙ্করের ফাঁকি

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১২৮ বার শেয়ার হয়েছে

মিজানুর রহমান

ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধিনে কাইচাইল ইউপি এইচ কিউ -২ প্রকল্পে রুগুরদিয়া ভায়া ঝাটুরদিয়া ০০.২২৫০ মিটার রাস্তা সংস্কার কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইমরান এন্টারপ্রাইজ। ৯০ লাখ টাকা ব্যয় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়ে কাজ বিক্রি করে দেন মামুন ও লাবলু নামের দুই ব্যক্তির কাছে।
সড়কের কাজের দেখা যায় যে যথাযথ প্রাইম কোড না করেই তড়িঘড়ি করে পিচ ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। কাজ দেখবাল করতে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এসও সার্ভেয়ার ইব্রাহিম কাজের স্থানে থাকার কথা থাকলেও কিছু দুরে তার দেখা মিলে একটি মুদির দোকানে। এসও ইব্রাহিমকে রাস্তার কাজে প্রাইমকোড না দিয়ে পিচ ঢালাই করছে জানতে চাইলে তিনি বলেন, রাখেনত কাজ একেবারে খারাপ হচ্ছে কোথায় তাছাড়া জিনিসপত্রের যেহারে দাম বাড়ছে তাতে রাস্তার যে কোন কাজ উঠাতে শেষ করা অসম্ভব ব্যপার হয়ে পড়েছে।

এবিষয় নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল খালেক বলেন, রাস্তার কাজে প্রাইমকোড দেয়ার ৪৮ ঘন্টা পর কাজ করলে কাজের মান ভালো হয় সেখানে এক দুইদিন পর কাজ করলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলে প্রামকোড উঠে যায়।কেরাসিন ও ভিউটামিন দিয়ে প্রাইমকোড করা হয়। তবে রাস্তায় প্রাইমকোড না করে কাজ করার বিষয় তিনি কৌশলে এড়িয়ে যান।

রাস্তা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইমরান হোসেন কে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
১৩ মার্চ ২০২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি