মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ প্রতিনিধি
পুরো রমজান মাসজুড়ে অসহায় ও নিম্নআয়ের মানুষদের ইফতার সামগ্রী বিতরণ করবে সেচ্ছাসেবী সংগঠন “লাভ ফর ব্লাড মানিকগঞ্জ”। রমজানে ইফতারের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
প্রতি বছরের মতো এই বছরও মানিকগঞ্জ পৌর শহরে সংগঠনটি ইফতার বিতরণ করবে। নিম্নআয়ের মানুষ যাতে ইফতারে ভাল খাবার খেতে পারে তাই মাসব্যাপী চলবে এই আয়োজন। আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগী রোজাদারদের সম্মানে এই কার্যক্রমটি করা হচ্ছে।
মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সড়ক ভবনের সামনে অবস্থিত মেহমানখানায় প্রতিদিন অসহায় রোজাদারের জন্য ইফতারের আয়োজন থাকছে। রোজাদাররা মেহমানখানায় বসে সেই ইফতার গ্রহণ করবেন। এছাড়া রাস্তাঘাটে চলাচল করা রোজাদার, যানবাহন বা ট্রাফিক জ্যামে আটকে থাকা যানবাহন যেমন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার যাত্রীদেরও বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণ করা হবে।
Leave a Reply