মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় বাসচাপায় নয়ন হোসেন (২৭) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ( ১৮ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার বাসস্ট্যান্ড এলাকায় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত নয়ন হোসেন নড়াইল জেলার কালিয়া থানার খররিয়া গ্রামের মো. মনোয়ার হোসেনের পুত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী বিআরটিসি পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো -ব-১৫ -৫৬৭০) মুনসুরাবাদ এলাকায় নড়াইল থেকে ঢাকাগামী রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।দূর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি ভাংগা হাইওয়ে থানা হেফাজতে আছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।এবং আইন শৃঙ্খলা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তারিখ ১৮-৩-২৪
Leave a Reply