নিজস্ব প্রতিবেদন :
“পুলিশই জনতা, জনতাই পুলিশ”
বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) রংপুরের মিঠাপুকুর থানার আয়োজনে ফেরদৌস ওয়াহিদ অফিসার ইনচার্জ, মিঠাপুকুর থানা, রংপুর এর সভাপতিত্বে ৩ নং পায়রাবন্দ ইউনিয়নে পায়রাবন্দ বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার, ডি সার্কেল, রংপুর, মোঃ ফারুক হোসেন চেয়ারম্যান, ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ,ও মোঃ ফয়জার রহমান খাঁন সাবেক চেয়ারম্যান ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ, মিঠাপুকুর, রংপুরসহ , বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ।
প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। রংপুর জেলা পুলিশ অত্র জেলার জনসাধারণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো প্রয়োজনে পুলিশ জনগণের পাশে থাকবে এবং সর্বোচ্চ সেবা প্রদান করবে। এজন্য পুলিশকে যথাসময়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহবান জানান।
Leave a Reply