মিঠাপুকুর( রংপুর ) প্রতিনিধি :
রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার মহদীপুর ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৭জানুয়ারি (সোমবার) র্খোদ্দ নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী চাহিদা ভিত্তিক সাব- ক্লাস্টার (চাকুরি বিধি ও জাতীয় শুদ্ধাচার”)এর উপর প্রশিক্ষণের আয়োজন করা হয়। মহদীপুর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়তী চৌধুরী ও মোছা :আফছানা খাতুন প্রধান শিক্ষক, খোর্দ্দ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন,প্রশিক্ষক কেন্দ্রে পরিদর্শন করেন মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসার, মোজাম্মেল হক শাহ্। বলেন যে চাকুরি বিধি এবং জাতীয় শুদ্ধাচার এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার উন্নয়ন সম্ভব।
প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন মহদীপুর ক্লাস্টারের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের , ২৬ জন শিক্ষক-শিক্ষিকা।
সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলেছে।
Leave a Reply