রাখিবুল হাসান রাখিব ( মিঠাপুকুর)
বৈশাখে প্রখর তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। এতে প্রাণী কুল সহ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নষ্ট হচ্ছে ফসল- ফলাদি, শুকিয়ে যাচ্ছে, নদী – নালা খাল বিলের পানি হুমকিতে পড়ছে পরিবেশ। বেশি কষ্টে আছেন,শ্রম জীবি, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষগুলো, যাদের একদিন শ্রম বিক্রি না করলে সংসার চলে না, চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় ও দোআ মোনাজাত করেছেন এলাকার ধর্ম প্রাণ মুসল্লিরা এসময় বৃষ্টির জন্য আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা জানিয়ে অঝোরে কাঁন্নায় ভেঙ্গে পড়েন মুসল্লিরা।
আজ শনিবার(২৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময়, শুকুরের হাট স্কুল ও কলেজ মাঠে সালাতুল ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব জাকির হোসেন সরকার ( এমপি) মাননীয় সংসদ সদস্য, রংপুর ২৩- মিঠাপুকুর -৫) ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সন্মানিত সদস্য।
সালাতুল ইসতিসকার নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন,শুকুরের হাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান শাহ্।
নামাজ ও খুতবা শেষে মহান রবের কাছে,বিশেষ মুনাজাতে সবার জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি কামনা করা হয়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুসল্লিরা অঝোরে কেঁদে কেঁদে আমিন আমিন আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকেন। কাঁন্নায় চারিদিকে আকাশ ভারী হয়ে উঠে। অনেকে আল্লাহপাকের কাছে নিজের পাপ ও কৃতকর্মের ক্ষমা প্রার্থনা করে দোয়া করেন।
অনেক মুসল্লিরা বলেন, এগুলো আমাদের নিজেদের পাপের ফসল, এ কারণে আজ আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। তাই মহান আল্লাহের কাছে নিজের পাপের ক্ষমা প্রার্থনা করছি। এবং মহান রবের কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি। নিশ্চিয় মহান আল্লাহ আমাদের এ প্রচন্ড রোদ্র থেকে বাঁচাতে রহমতের বৃষ্টি দান করবেন। সেই আশায় আজ ইসতিসকার নামাজ আদায় করেছি।
Leave a Reply