মিঠাপুকুরে বার্ষিক সমাবেশ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে শিশু, যুব ফোরামের বার্ষিক সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু, যুব ফোরামের বার্ষিক সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা এম এ আব্দুল ওয়াহেদ।
শিশু ও যুব ফোরামের সাধারণ সম্পাদক বিলাশী রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গ্রাম উন্নয়ন কমিটির সদস্য প্রতিমা রানী ও রুমানা বেগম, যুব ফোরামের সভাপতি এম.ডি আহসান হাবিব,শিশু ফোরামের সভাপতি মোরছালিন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের মারিয়া মালো ও ভারপ্রাপ্ত এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার নমিতা সরকার প্রমুখ। শিশু, যুব ফোরামের বার্ষিক সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আওতায় বিভিন্ন গ্রাম থেকে আসা শিশু ও যুব ফোরামের সদস্যদের মধ্যে নৃত্য, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতায় প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জনের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারী ১শত ৩৫ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply