মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ ইউনিয়নে আজ রবিবার শালমারা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য নিয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষের সহিদুল কাছে যায়।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ ইউনিয়ন শালমারা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র/ ছাত্রী প্রাক্তন ছাত্র/ছাত্রী,গ্রামবাসী শালমারা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষের কাছে যায়। ছাত্র সমন্বযক এম শাহরিয়ার জনি প্রধান শিক্ষকের প্রশ্ন করে অত্র প্রতিষ্ঠানের নিয়োগ বানিজ্য ৪০ লক্ষ টাকা নিয়ে কথা বলেন, সহিদুল স্যার (প্রধান শিক্ষক), মোকলেছুর স্যার,চতুর্থ শ্রেণীর কর্মচারী, বক্কর,ছামছুল, পরিক্ষার ফি ৩০০ টাকা করে নেওয়া হরে পরীক্ষা নেওয়া হয় না, কমিটি বাতিল, মেয়েদের ১০০ টা বেতন নেয়া হয়, স্কুলে ছাত্র/ছাত্রী উপস্থিতি কম নিয়ে কথা বরেন,২৫ শতক জমি প্রভাবশালীদের কাছে থেকে দখল মুক্ত বিষয় কথা বলেন, প্রতিষ্ঠানের গাছ , মাটি বিক্রয়, সঠিক সময় শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকা, বিদ্যালয়ের পেশি শক্তি ব্যবহারকারী শিক্ষকগনের তালিকা সমন্বয়কারী বলে থাকেন, এবং বিভিন্ন অর্থনৈতিক জালিয়াতি।
বিভিন্ন দুর্নীতির তথ্য নিয়ে প্রতিষ্ঠানে জান সমন্বয এম শাহরিয়ার জনি,রব্বানী, ফারিয়া উলফাত মুন, খোকন, প্রতিষ্ঠানের কমিটিরা উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম, মুন্নাফ মিয়া, হারেস মিয়া, বিপ্লব কুমার চাকি, গ্রামবাসী অজিত মেম্বার, রবিউল ইসলাম, মোতালেব মিয়া সহ প্রমুখ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহিদুর অনিয়ম ও দুর্নীতির বিষয় স্বীকার করেন ও লিখিত দেন।
Leave a Reply