1. admin@dainikprottasha.com : admin :
  2. : notesprofile :
মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা - দৈনিক প্রত্যাশা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ+৮৮০১৭৪৪-৮৯৬৫৮৮

মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার শেয়ার হয়েছে

বাবুলাল মার্ডিমি,ঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

“বাল্য বিবাহ রোধ করি, সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল সোমবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুশাপুর মাদ্রাসা মাঠে বাল্যবিবাহ মুক্ত দূর্গাপুর ইউনিয়ন ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রাশেবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন, মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল,মুশাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আশিকুর রহমান। দুর্গাপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক বিলাশী রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আজিজুল ইসলাম সহ দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা গ্রাম উন্নয়ন কমিটি, ধর্মীয় নেতৃবৃন্দ,শিশু,যুব
ফোরাম, যুব ভিজিল্যান্স দলের সদস্যবৃন্দ, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, সমাজকে বাল্য বিবাহের অভিশাপমুক্ত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বাল্য বিবাহ নামক সামাজিক ব্যাধি দুর করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্য বিবাহ হচ্ছে অন্ধকার জগতের কাজ। সেই অন্ধকার যদি আবার দেখা দেয় আপনারা প্রদীপ হয়ে তা প্রতিহত করে সমাজকে আলোকিত করবেন। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারাই বাল্যবিবাহ করে। সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের মাধ্যমে ২০২৩ সাল থেকে ২ হাজার ১৫৩ জন কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ মুক্ত হওয়ায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি