মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে বিএনপির কয়েকটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ এবং ক্ষোঁভের সৃষ্টি হয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মীর অভিযোগ, দীর্ঘদিন যাঁরা দমন পীড়ন নির্যাতন সহ্য করে রাজপথে সম্মুখ সারিতে থেকে রক্ত ঝরিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, অসংখ্য মামলা মোকদ্দমা নিয়ে পালিয়ে বেড়িয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ণ করা হয়নি। পাশাপাশি দলীয় নির্দেশ অমান্য করে কয়েকটি বিতর্কিত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি প্রদান করা হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে পদপদবি দিয়ে পূর্ণবাসিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একের পর এক কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম আসায় বিব্রতকর পরিস্থিতির মধ্যেই এবার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিটির তালিকা প্রকাশের পর সভাপতি শামীম মিয়াকে নিয়ে ক্ষোঁভের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, শামীম মিয়া, মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তার নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতারা জেল জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের দাবি, মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগের এই নেতাকে ওয়ার্ড সভাপতির পদ দিয়ে বিতর্কিত কমিটি প্রদাণ করেছেন মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করে মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব: ওয়াহেদুল বলেন, শামীম দলের দূর্দিনের সঙ্গী। কমিটিতে জায়গা না পেয়ে অনেকে বিভ্রান্তি ছড়াছে।
ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, থেকে ভোল্ট পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি কিভাবে হলেন? জানতে চাইলে শামীম বলেন,তৎকালীন সময়ে চাপের মধ্যে আমি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একটু সখ্যতা গড়ে তাদের সঙ্গে ঘোরাফেরা করেছি। আমি বিএনপির সঙ্গে ছিলাম,আছি এবং থাকবো। উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রুবেল সাদী বলেন, শামীম আমাদের দলের লোকজনকে দূর্দিনে বিভিন্ন ভাবে সহযোগিতা অব্যাহত রেখেছিল। এজন্য তাকে হয়তোবা মূল্যায়ণ করা হয়েছে। মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ হযরত আলী বলেন, ইতিপূর্বেও কয়েকজন আওয়ামী লীগের নেতাকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটি সহ ইউনিয়ন কমিটিতে পূর্নবাসন করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই উপজেলা এবং জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। স্বজনপ্রীতি এবং অনৈতিক সুবিধা নিয়ে যাঁরা আওয়ামী লীগকে মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ou1bcr