নুরুল আমিন ভুরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একটি মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বারি সরিষা-১৪ জাতের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মোঃ আঃ জব্বার কৃষি অফিসার ভুরুঙ্গামারী- কুড়িগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ মামুনুর রহমান জেলা প্রশিক্ষণ অফিসার খামারবাড়ি কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ শামসুজ্জামান জেলা বীজ প্রত্যায়ন অফিসার কুড়িগ্রাম।
কৃষিবিদ জনাব মোঃ জাহাঙ্গীর আলম মনিটরিং অফিসার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুর।
জয়মনিরহাট ইউনিয়নের দায়িত্বে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাদ্বয় জনাব মোঃ শহিদুল ইসলাম ও মোছাঃ নাজমিন আক্তার। স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আইয়ুব আলী ও প্রাক্তন জনপ্রতিনিধি ওসমান গনি।
মানবিক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম নুরুল আমিন ও মানবাধিকার কর্মী মাসুদ তালুকদার সহ প্রায় শতাধিক কৃষক – কৃষাণীগন উপস্থিত ছিলেন।
সভায় কৃষকদের তেল জাতীয় ফসল যেমন সরিষা, সূর্যমুখী, তিসি ও সয়াবিন চাষের আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ব্যবহারের উপকারিতা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে বলেন, “তেল জাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কৃষকদের এ বিষয়ে আরও দক্ষ করতে সরকার বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করছে।”
মাঠ দিবসের অংশ হিসেবে প্রকল্পভুক্ত একটি ফসলের ক্ষেত পরিদর্শন করা হয়, যেখানে কৃষকদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয়।
স্থানীয় কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা আধুনিক চাষাবাদের কৌশল সম্পর্কে জানতে পেরেছি, যা আমাদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে।”
উল্লেখ্য, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পটি কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষ উদ্যোগ, যা কৃষকদের আর্থিক উন্নয়ন এবং দেশের তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে।
সভাপতি মহোদয়, সরিষার চাষের উপকারিতা, ক্ষতিকর সয়াবিন তেল খাওয়ার অপকারিতা ও ক্ষতিকর দিক, সরিষা চাষে জমিতে যে সবুজ জৈব সার উৎপাদন হয় ও ওই জমিতে পরবর্তী ফসলের রাসায়নিক সার খুবই কম লাগে মর্মে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply