মিঠাপুর প্রতিনিধি :
নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর রোকেয়া দিবসসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমের পালন করা হয়ে থাকে। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী এই নারী রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আয়োজন করা হয়েছে রোকেয়া মেলা।
সোমবার দুপুরে বেগম রোকেয়া স্মরণে পায়রাবন্দে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল,
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন,৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন ,পায়রাবন্দ সরকারি ডিগ্রী কলেজ সহকারি অধ্যক্ষ আবু আল বাকের,পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাহেদুল আলম, আব্দুস সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের পরিচালক শামীম রানা, প্রধান শিক্ষক মতিয়ার রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা,বেগম রোকেয়া ব্লাড ডোনেশন ও দারিদ্র্য সহায়তা ফাউন্ডেশনের। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা রোকেয়া স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমীর আয়োজনে তিনদিন ব্যাপি আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,উপস্থিত বক্ততা,বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply