সুজন কুমার রায়
কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার ২৫ জানুয়ারী ২০২৫খ্রিঃ সকাল ১১ :৩০ ঘটিকার সময় কুুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে সাধুর ধাম সার্বজনীন মন্ডপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আওতায় বার্ষিক ক্রীয়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আলহাজ্ব মো: সাইদুর রহমান, চেয়ারম্যান ৩নং ভোগডাঙা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী সুবল চন্দ্র সরকার, সভাপতি, সাধুরধাম সার্বজনীন পূজা মন্ডপ,ভোগডাঙা, সদর উপজেলা কুড়িগ্রাম। সভাপতিত্ব করেন জনাব মেঘলা চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুড়িগ্রাম। এছাড়া কুুড়িগ্রাম সকল উপজেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক / শিক্ষিকা , অবিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, গীতার শ্লোক আবৃত্তি, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী সভা সহ নানা ধর্মীয় কর্মসূচী পালিত হয়। দুপুরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply