মিঠাপুকুরে সুষম সার উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাঠ দিবস অনুষ্ঠিত
উপজেলা( রংপুর)প্রতিনিধি:
ক্যানপোটেক্স লিমিটেড, কানাডা ও ড্রাগন ফার্টিলাইজার ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন সুষম সার উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চুহর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের নিয়ে মাঠ দিবসে
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম।
ক্যান পোটেক্স লিমিটেড কানাডার অর্থায়নে
এস আরডিআই ডিএই এবং কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায়
আয়োজিত অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,-এসিস্ট্যান্ট ম্যানেজার- ড্রাগন ফার্টিলাইজার ইন্টারন্যাশনাল লিমিটেডের আব্দুল হামিদ, প্রজেক্ট ম্যানেজার, ড্রাগন ফার্টিলাইজার ইন্টারন্যাশনাল লিমিটেডের, তারিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার, এস এম রাশেদুল হক, কৃষি সম্প্রাসারণ অফিসার, হুমায়ূন,
অতিরিক্ত কৃষি অফিসার, সালাহউদ্দিন,অবসরপ্রাপ্ত গবেষণা কর্মকর্তা, কৃষি মন্ত্রণালয়, প্রকৌশলী মো: নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ড্রাগন ফার্টিলাইজার ইন্টারন্যাশনাল লিমিটেডের, প্রকৌশলী এ বি এম মাজহারুল ইসলাম,সিনিয়র ম্যানেজার, মার্কেটিং, সাউথ এশিয়া এন্ড ওশানিয়া,ক্যানপোটেক্স লিমিটেড, কানাডা, ম্যাথিউ জাংরিখ, মার্কেটিং ডিরেক্টর, সাউথ-সাউথইস্ট এশিয়া এন্ড ওশানিয়া, ক্যানপোটেক্স লিমিটেড, কানাডা,আদ্রিয়ানো গোমেজ ফেরাজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং, ক্যানপোটেক্স লিমিটেড, কানাডা, ম্যাথিউ যোসেফ অলব্রেট,
উপ সহকারী কৃষি অফিসারের, জাকির হোসেন,
প্রদর্শনী প্লটের কৃষকের আলকাছ আলী সহ প্রমূখ।
Leave a Reply