মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিল্লি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু বিকাশ চন্দ্র পালের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক মঞ্জুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরসালিন বাবু, দপ্তর সম্পাদক নাজিরুল ইসলাম নাজির, এ্যাড. মতিয়ারসহ অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপস্থিত অতিথিদের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply