নিজস্ব প্রতিবেদক।
সিরাজগঞ্জ শহরের স্বনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, অত্র বিদ্যালয়ের প্রধাব শিক্ষক মোঃ আফসার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এসময় মাননীয় এমপি মহোদয়ের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর টি এম সোহেল রানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য জিহাদুল ইসলাম জিহাদ, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ছাত্রলীগ নেতা জুয়েল রানা বিজয়।
Leave a Reply